ডায়ালাইসিস রোগী এবং অধ্যাপিকার প্রজেক্ট দখলের অপচেষ্টা

Messenger_creation_1769115567218548.jpeg

ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি:

উখিয়ার দক্ষিণ বালুখালিতে চিংড়ি চাষের জমি জবর
দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং ওয়ার্ড পালংখালী ইউনিয়নে।
ঘটনার বিবরনে জানা যায় গত ২/১/২৫ ইং তারিখে মাদক ব্যবসায়ী সারোয়ার শিকদারের নেতৃত্বে এবং ইয়াবা ফরিদ গং এর অর্থায়নে ১০/১৫ জন ইয়াবা কারবারিসহ ৮/১০ রোহিঙ্গা, এডভোকেট ইনামুল কবির ও তাঁর স্ত্রী অধ্যাপিকা নীলুফার আখতার এর মালিকানাধীন চিংড়ি চাষের জমি বেআইনিভাবে দখল করার জন্য মালিক পক্ষের লোকদের কাজে বাধা দেয়। ইতিপূর্বে জমির মালিক তার প্রজেক্টে মাছ চাষের জন্য পানি ঢুকায় এবং মাছের পোনা ছাড়ে।
ঘটনার বিবরনে আরো জানা যায়, একই দিন এডভোকেট ইনামুল কবির উখিয়া থানায় ওসির বরাবরে একটি লিখিত অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে থানায় কাগজপত্র নিয়ে আসতে বলেন। মাদক ব্যবসায়ী সারোয়ার পুলিশের সাথে কিছুক্ষণ বাক- বিতন্ড করে কাজ বন্ধ রাখে। পুলিশ অফিসার এবং তাঁর ফোর্স চলে আসার পর মাদক ব্যবসায়ী সারোয়ার শিকদার আবার কাজ শুরু করে। এ ঘটনা জানতে পেরে ওসি পুনরায় একজন অফিসার ঘটনাস্থলে পাঠায়। কিন্তু পুলিশকে বৃদ্ধাংগুলি দেখিয়ে তারা আবার কাজ করতে থাকে। এডভোকেট ইনামুল কবির বালুখালি ফাড়ির সাথে যোগাযোগ করলে তারা সুকৌশলে বিষয়টি এড়িয়ে যায়।
কোনো উপায় না দেখিয়া অধ্যাপক নীলুফার আখতার বাদী হয়ে কক্সবাজার অতি: জেলা ম্যাজিষ্টেট বরাবরে আবেদন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বিবাদীদের উপর ১৪৪ ধারা জারী করেন এবং শান্তি বজায় রাখার জন্য উখিয়ার থানার ওসিকে নির্দেশ দেন।
ইনামুল কবির একজন ডায়ালাইসিস রোগী, সপ্তাহে তাকে তিনবার ডায়ালাইসিস করতে হয়। তার স্ত্রী অধ্যাপিকা নীলুফার আখতার ককসবাজার সরকারি কলেজ এবং পরবর্তীতে ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
কাদের মদদে এই চিহ্নিত ইয়াবা সিন্ডিকেট বেআইনিভাবে অন্যের ভোগদখলরত জমি দখল করার চেষ্টা করছে এটা খতিয়ে দেখা প্রয়োজন? এই চিহ্নিত মাদক কারবারী যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তাদের কঠোর হস্তে দমন করা উচিত বলে এলাকাবাসী মনে করেন এবং আইন শৃঙ্খলাবাহিনী হস্তক্ষেপ কামনা করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top