মাধবপুর প্রতিনিধি, ইমদাদুল ইসলাম:
মাধবপুর উপজেলার ১নংধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর। বৃহ:বার দিবাগত রাত ১২:০৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী সাত ছেলে, তিন মেয়ে ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার (৪ মে) বিকাল সাড়ে ৩টায়
আমবাড়িয়া গ্রামে মরহুম এই বীর মুক্তিযোদ্ধার কফিনে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, থানা পুলিশ সদস্য গন স্থানীয় ইউপি চেয়ারম্যান পারুক আহমেদ পারুল ও বীর মুক্তিযোদ্ধাগণ, সূধীজন, এলাকাবাসী এবং মরহুমের গুণগ্রাহী আত্মীয় স্বজন।