মুন্সীগঞ্জ‌ মিরকা‌দি‌মের পৌরবাসী‌ দীর্ঘ ৬বছর পরে ঈ‌দের জামাত আদায় ।

20220503203951.jpg
মুন্সীগঞ্জ  প্রতি‌নি‌ধিঃ
আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় মুন্সীগঞ্জ সহ দেশের ধর্মপ্রাণ লাখো কোটি মানুষ আজ সকালে ভারী বর্ষণকে উপেক্ষা করে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে সামিয়ানার নিচে আজ ঈদের নামাজ আদায় করেছেন।
মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার  মিরকা‌দিম পৌরসভার  প্রধান ঈ‌দের   জামাত নানান জ‌টিলতার কারনে দীর্ঘ  ছয় বছর  পৌরবাসী  পৌরসভার প্রধান  ঈদগা তে  ঈদ জামাত  পড়‌তে পা‌রেন  নাই ।
ছয়  বছর পর ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত হয়েছে মিরকা‌দিম পৌর ঈদগাহ ময়দান।
মুন্সীগঞ্জ ৩ আস‌নের সংসদ সদস‌্য এড‌ভো‌কেট মৃনাণ কান্ত‌ি দাস ও মিরকা‌দিম পৌরসভার মেয়র  হা‌জী আবদুস ছালা‌মের   তত্ত্বাবধানে ঈদগাহর সার্বিক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।
মিরকা‌দিম পৌরসভার মেয়র হা‌জী আবদুস ছালাম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, আসন্ন ঈদুল ফিতরে  নানান জ‌টিলতা  অতিক্রম করে প্রায় ৬বছর পরে আমরা আবারও ‌মিরকা‌দিম পৌর ঈদগাহে পৌর বাসী ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পে‌রে‌ছি ।
সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ সদর  উপ‌জেলা মিরকা‌দিম পৌর ঈদগাহ মা‌ঠে পবিত্র ঈদুল ফিত‌রের  জামাত দীর্ঘ ৬বছর প‌রে আজ অনুষ্ঠিত হয়।  মানুষ উৎসব আমেজে সেখানে নামাজ আদায় করেন।
মিরকা‌দিম পৌর সভার ঈদুল ফিত‌রের প্রধান   জামাতের ইমামতি করেন মাওলানা আঃক‌রিম।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top