আসাদউজ্জামান,স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বৌলতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে সরকারি জায়গায় স্থায়ীভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার(২২ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বৌলতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের পশ্চিম পাশে এলজিইডি রাস্তার জায়গায় স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করেছেন। এই এলাকার বাসিন্দা মৃত আমজাদ আলী শেখের ছেলে মোঃ হাসেম শেখ (৬০) এক ব্যক্তি স্থায়ীভাবে স্থাপনা দোকান তৈরি করেছেন।
এবিষয়ে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সচিব, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কেউ বিষয়টি অবগত নয়। এমনকি উপজেলা এলজিইডি আওতাধীন রাস্তার জায়গা দখল করা হয়েছে এলজিইডি কর্মকর্তা কিছুই জানেন না। এছাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমান কে বিষয় অবগত করা হলে তিনি তাৎক্ষণিক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
এবিষয় বৌলতলী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ইদ্রিস আলী বলেন, আমি কোন লিখতে অভিযোগ পাইনি ও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করতাম। তাকে প্রশ্ন করা হয় আপনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব রয়েছেন সরকারি জায়গা দখল করা হয়েছে বিষয়টি আপনি জানেন কিনা তিনি বলেন দেখেছি কাজ চলমান রয়েছে কোন অভিযোগ পাইনি তাই ব্যবস্থা গ্রহণ করিনি।
অভিযুক্ত মোঃ হাসেম আলী শেখ এর সাথে কথা বললে তিনি জানান, এই স্থানে আমার আগে থেকেই দোকান ছিল টিনের বেড়া ও উপরে ছাদ ছিল টিনের। আমি পাকা ভাবে তৈরি করতেছি। সরকারি জায়গায় স্থায়ীভাবে স্থাপনা করছেন এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি কিছুই জানি না আমি শুধু শক্ত করে তৈরি করছি এতটুকুই জানি।আমি কাজ বন্ধ রাখবো আমাকে আগামীকাল সহকারি কমিশনে ভূমি অফিসে যেতে বলা হয়েছে।
লৌহজং উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ শৌয়ব বিন আজাদ কে বিষয় টি অবগত করা হলে তিনি জানান, প্রশাসনিক ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ সহযোগিতা চাওয়া হয়েছে আগামী কাল আমি সরজমিনে গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবো।এসময় তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদ সচিব দায়িত্ব ছিলো বিষয় টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান বলেন, এলজিইডি কর্তৃক অধিগ্রহণকৃত সম্পত্তি। এলজিইডি নামে নামজারি করা আছে।এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।আমি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি।