জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আনজুম

received_651624666183521.jpeg

মোঃ মোক্তার হোসেন,বিনোদন প্রতিবেদক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আনজুম শ্রোতাপ্রিয় গান “ও রশিয়া ” কণ্ঠশিল্পী নিজ কন্ঠে রেকর্ডকৃত এই গানটির গিতিকার ও ‍সুরকার জহিরুল ইসলাম জনি, এই গানের মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন শিল্পী নিজেই। মানুষের ভালোবাসা কারণেই খুব ছোটবেলা থেকে আমার গানের ভুবনে পথচলা। সংগীত একটি গুরুমুখী বিদ্যা ও সাধনার বিষয়। যার কারণে শৈশব থেকেই গানকে নিজের ভালো লাগা আর ভালোবাসার জায়গায় স্থান দিয়েছি।
গানটি আমারে এস,এন, এস ইউটিউব চ্যানেলে সারা জাগিয়েছে । দর্শক শ্রোতারা গানটি কতটা গ্রহণ করে, অর্থাৎ কতটা সাড়া পাই সেই অপেক্ষাতেই আছি। তবে, দর্শক শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমিও ক্যারিয়ার নিয়ে সফলতার পথে এগিয়ে যাবো বলে প্রত্যাশা করছি। ও রশিয়া ” গানের মিউজিক ভিডিও ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে কণ্ঠশিল্পী আখি আনজুম এর আরো তিনটি মিউজিক ভিডিও

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top