কর্মচারীদের অফিস কক্ষ দখল করে কর্মকর্তার বসবাস

received_1319402385643878.jpeg

মো:ফিরোজ, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারি প্রকৌশলী মো. মাকসুদুর রহমান তাঁর কার্যালয়ের কর্মচারীদের একটি অফিস কক্ষ দখল করে বসবাস করছেন। কার্যালয়ের ৪টি কক্ষের মধ্যে দু‘টি তার দখলে থাকায় অফিস কক্ষ সংকটে ভুগছেন কর্মচারীরা। প্রভাবশালী ওই প্রকৌশলীর ভয়ে প্রতিবাদও করতে পারছেন না তাঁর অধিনস্থ কর্মচারীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে পৃথক একতলা ভবনে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়। ওই কার্যালয়ে চারটি কক্ষ রয়েছে। যার মধ্যে একটি উপ-সহকারী প্রকৌশলীর অফিস কক্ষ। একটি স্টোর কক্ষ। বাকি দু‘টি অফিস সহকারী ও মেকানিকদের ব্যবহার করার কথা। তবে অদৃশ্য ক্ষমতা বলে উপ-সহকারী প্রকৌশলী মাকসুদ অবৈধভাবে কর্মচারীদের একটি কক্ষ দখলে নিয়ে বসবাস করে আসছেন। ওই কক্ষে রয়েছে আলিশান খাট, চেয়ার- টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র। সরকারি বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। ওখানেই করেন খাওয়া-দাওয়া ও রাত্রিযাপন। বন্ধের দিনেও থাকেন অফিসে। তাঁর জন্য রান্না করা হয় পাশের ভবনের আরেকটি কক্ষে।
এদিকে ওই কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলীসহ ১জন অফিস সহকারী, ৩জন মেকানিক, ২জন ভিসি ম্যাশন, ১জন প্রহরী ও ১জন শ্রমিক কর্মরত রয়েছেন। কর্মকর্তা একই দুইটি কক্ষ দখলে করে নেওয়ায় মাত্র একটি কক্ষ ব্যবহার করছেন ৮জন কর্মচারী। অফিস কক্ষ সংকটের কারনে দাপ্তরিক কাজকর্ম করতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মচারীদের।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী বলেন,‘ স্যারের অনেক ক্ষমতা। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের চাকরি থাকবে না’
এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারি প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন,‘ মাঝে মাঝে থাকি। এনিয়ে নিয়ে নিউজ করার দরকার নাই’।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন বলেন,‘ অফিস কক্ষ আবাসিক ভাবে ব্যবহার করার সুযোগ না।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top