মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লোকজনের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত ওই পুলিশ সদস্য বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দিন গত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুহুল আমিন ওই গ্রামের আব্দুল হকের ছেলে। সে কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে ছুটি নিয়ে গত ৭/৮ মাস যাবৎ নিজ বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে।
আহত ব্যক্তির বাবা আব্দুল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে তাদের বসত বাড়ির আঙ্গিনায় বসার মাচায় বসেছিলো। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা চুন্নু, মানিক, তাইফুর সহ অজ্ঞাতনামা ২থেকে ৩জন অস্ত্রসহ তাদের বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি করে পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে আহত রুহুল আমীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম আমাদের কে বলেন, জায়গা-জমি নিয়ে কনস্টেবল রুহুল আমিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এসব নিয়ে আগে মারামারি হয়েছে মামলাও হয়েছে।
ওসি আমিনুল আরও বলেন, প্রতিপক্ষের শটগানের গুলিতে রুহুল আহত হন।