মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ও বাংলাবাজার ইউনিয়নের সব কটি ভোট কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান নির্বাচনী ভোট কেন্দ্রগুলোতে সঙ্গীও ফোর্সদের সাথে নিয়ে পরিদর্শন শেষ করেন।
শনিবার ২৫/১১/২০২৩ ইংরেজী সকাল থেকে দিনব্যাপী সব ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং ভোট কেন্দ্র গুলোতে সার্বিক নিরাপত্তা ও কোন সমস্যা আছে কিনা পর্যবেক্ষণ নিশ্চিত করেন। তিনি মোটরসাইকেল নিয়ে প্রত্যেক ভোট কেন্দ্র গুলো প্ররিদর্শন করে সমাপ্ত করেন।
এসময় তিনি আরো বলেন,কেন্দ্রগুলোতে সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে যার যার ইচ্ছা মতে প্রার্থীদেরকে ভোট দিতে পারবেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান এসব কথা বলেন।
এসময় তিনির সাথে ছিলেন এ এস আই সুমন চন্দ্র দেব,সাংবাদিক মোঃ আবু বকর,এম এ মোতালিব ভূঁইয়া, সহ আরো অনেকেই।
অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুস্থ পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা স্বাধীনভাবে
যার যার ইচ্চামতে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।