এস এম আবু বকর দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে এক আ’লীগ নেতার দোকানঘর তছনছ ও জবরদখলের অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদিরের দখলিও মালিকানাধীন দোকানঘর ও স্থানীয় আ’লীগের কার্যালয়ে তছনছ ও জবরদখলের চেষ্টা করে একই ইউনিয়নের রণভূমি গ্রামের মুজিবুল হকের পুত্র আব্দুল মান্নান। শুক্রবার সকাল ১১ টায় আব্দুল মান্নান তার আত্মীয় স্বজন ও লাঠিয়াল নিয়ে চকবাজারে দোকানঘর দখল করতে আসলে স্থানীয়রা তাদের আটক করে দোকান ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সেত্রেটারী জাকির হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি আব্দুল কাদির চকবাজারে তার দখলিয় ঘরে দোকানপাট ও ব্যবসা বাণিজ্য করে আসছে। হঠাৎ গতকাল আব্দুল মন্নান ২০/২৫ জন মহিলা নিয়ে জোরপূর্বক দোকান ঘরে প্রবেশ করায় আমরা বাজার কমিটি ও থানা পুলিশের সহায়তায় প্রাথমিক ভাবে দন্ধ নিরসন করি।
আব্দুল কাদির জানান, আমার দোকান ঘর ও স্থানীয় আ’লীগ অফিসে আব্দুল মান্নান ও তার সহযোগীরা তান্ডব চালালে স্থানীয়রা এসে তাদের কে দোকানের ভেতর তালাবদ্ধ করে রাখে।
তিনি আরও জানান, আব্দুল মান্নান তার আত্মীয় স্বজন এবং নামধারী সাংবাদিক এনামুল কবীর মুন্নাকে এনে তান্ডব চালালে বাজারে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর চড়াও হন এবং নামধারী সাংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে আমি পুলিশে খবর দিই।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, দোকানঘর তছনছ ও জবরদখলের বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়।