লক্ষ্মীপুরের সৌন্দর্য বর্ধনে ও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন এটি এস আই মোঃ সাইফুদ্দিন।

received_1536301950283471.jpeg

মো: রাসেল, স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর জেলা শহরের যানজট নিরসনে দায়িত্ব নেওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এটিএসআই মোঃ সাইফুদ্দিন । তিনি যেন পণ করেছেন লক্ষ্মীপুরের সৌন্দর্য বর্ধনে ও যানজট নিরসনে করে যাচ্ছেন নিরলস ভাবে। যার প্রতিদান স্বরুপ উনি পেয়েছেন ইতিমধ্যে পুরস্কার। নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ এটিএসআই হিসেবে ।

গত মাসে (১৩ জানুয়ারি) লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মো: সাইফুদ্দিন হাওলাদারকে জেলার শ্রেষ্ঠ এটিএসআই নির্বাচিত করে তার হাতে সম্মাননা (নগদ অর্থ) ও সনদপত্র তুলে দেন অতিরিক্ত (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন।

জানা যায়, লক্ষ্মীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এটিএসআই মো: সাইফুদ্দিন হাওলাদার লক্ষ্মীপুর শহরে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি শহরে সৌন্দর্য বর্ধনের কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র

চকবাজার মসজিদের সামনে ৪০টি ফুলের টব বসিয়ে মসজিদের সামনের খালি জায়গাটিকে দৃষ্টিনন্দন করা হয়েছে।

এছাড়াও তিনি রাস্তায় দায়িত্ব পালনকালে পথচারীদের হারিয়ে যাওয়া টাকা, মোবাইল ফোন, বিভিন্ন কাগজপত্র

কুড়িয়ে পেয়ে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে মানবিক পুলিশ হিসেবে সমাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত

পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম

চৌধুরী, মেডিকেল অফিসার মোঃ বাকী বিল্লাহ, ডিআইও-১, ওসি (ডিবি), কোর্ট ইন্সপেক্টর, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top