হবিগঞ্জ মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আটক-১

received_723203423254849.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-

মাধবপুরে ১২০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা’সহ কাজল মিয়া (২২) নামে এক মাদক
ব্যবসায়ীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চেঙ্গার-বাজারের উত্তরে হবিবপুর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তুফা।
আটক মোঃকাজল মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।

পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোস্তুফা জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে তার নেতৃত্বে কাশিমনগর পুলিশ ফাঁড়ীর সাব- ইন্সপেক্টর আব্দুল কাদের’সহ অন্য সদস্যরা শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে আটককৃত আসামির বসত ঘর থেকে অভিযান চালিয়ে সুকৌশলে লুকায়িত অবস্থা ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ কাজল মিয়াকে আটক করেন। তিনি আরো জানান- ধৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top