মাধবপুরে চৌমুহনী ও ৩নং বহড়া রাবার ড্রামে ঈদ উদযাপন।

IMG-20230424-WA0004.jpg

মাধবপুর প্রতিনিধি:ইমদাদুল ইসলাম
মাধবপুর চৌমুহনী ও ৩ নং বহড়া ইউনিয়নে এই রাবার ড্রামটি অবস্থিত।এখানে দিনদিন পর্যটকদের ভিড় প্রতিনিয়ত বেড়েই চলছে। তাই গত ২২/০৪/২৩ তারিখ রোজ শনিবার ঈদের নামাজের পরপর পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। ভিন্ন শ্রেণির পেশাজিবী নারী-পুরুষ উভয় পরিবারের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছে।
দুই পারে শত শত লোকজন জলে গা ভাসিয়েছে। দেখে মনে হয় কোন মেলা। কিন্তু না, এটি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহড়া রাবার ড্রাম।ঈদের ছুটিতে প্রিয়জনকে নিয়ে একটু আনন্দ করতে ছুটে এসেছে অনেকে। প্রচন্ড তাপদাহ অপেক্ষা করেন দুপুরের পর থেকে ছোট-বড় যানবাহন নিয়ে কয়েক হাজার পর্যটক ছুটে এসেছে এখানে।
তাই আমাদের সকলের উচিৎ এই বহড়া রাবার ড্রামটিকে টিকিয়ে রাখা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top