গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি,লিটন বিশ্বাস(তন্ময়):
ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলাধীন রাতইল হর্টিকালচার এর সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যাবসায়ী মনিরা নামের ১ জনকে আটক করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
আজ (বৃহাস্পতিবার) সকাল ছয়টা পনেরো মিনিটের সময় গোপন সংবাদ এর ভিত্তিতে হাইওয়ে থানার ওসি, খান শরীফুল ইসলাম এর নেতৃত্বে চট্রগ্রাম থেকে ছেরে আসা খুলনা গামী সৌদিয়া পরিবহনে অভিযান পরিচালনা করে এ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।