মোঃ ইমদাদুল ইসলাম,রিপোর্টার :
গত ২১/১২/২০২৪ইং তারিখ,রোজ শনিবার এ দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো: জাহিদুর রহমান নিজ গ্রামের বাড়ী বরিশালে যাওয়ার পথে পটুয়াখালীর দুমকী বগা ফেরীর মাঝামাঝি এলাকায় প্রাইভেট কার ও ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।বর্তমানে সাংবাদিক জাহিদুর রহমান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন চিকিৎসক জানায় তার পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে।
চিকিৎসক জানান মোঃ জাহিদুর রহমানের অবস্থা একটু উন্নত হলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হবে।
এই ঘটনায় মোঃ জাহিদুর রহমানের পরিবার অত্যন্ত ভেঙ্গে পড়েছেন সকলের কাছে জাহিদুর রহমানের জন্য দোয়া চেয়েছেন।