লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

1000028308-1.jpg

নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের লালপুরে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (১৫) নামে এক হাফিজিয়া মাদরাসার ছাত্র মারা গেছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বিলমাড়িয়া-নাগশোষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জিহাদ লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর স্থানীয় প্রতিনিধি মো. সালাউদ্দিনের ২য় পুত্র ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে জিহাদ তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের সংযোগ খুলতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হলে জিহাদকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সাংবাদিক লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোত্তালিব রায়হান জানান, রোববার (২২ ডিসেম্বর) সকালে বিলমাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর জিহাদকে স্হানীয় কেন্দ্রীয় কবর স্হানে দাফন করা হয়েছে।
সাংবাদিক সালাউদ্দিনের ছেলের মৃত্যুতে স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top