চকরিয়া কাকারা বনকর্মীদের উপর হামলা..

Messenger_creation_db9b7f81-bd50-48d0-90f1-635bd59af5ce.jpeg

ফয়সাল আলম সাগর:-

চকরিয়ার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিনে-দুপুরে কেটে উজাড় প্রতিযোগিতার মূখে বনকর্মী কর্তৃক বাঁধা প্রদানে ক্ষিপ্ত হয়ে স্হানীয় এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বনদস্যুরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় ৫জন বনকর্মী আহত হয়েছেন।

রবিবার (২ জুন) দুপুরে কাকারা বন বিটের শাহ ওমর নগর এলাকার বনাঞ্চলে এঘটনা ঘটেছে। আহতরা হলেন-নেজাম হেডম্যান (মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত),জাহাঙ্গীর আলম রাজিব, বাগান মালী (শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়),মোহাম্মদ মাসুদ রানা, ফরেস্ট গার্ড ( হাত পায়ে আঘাত প্রাপ্ত),মোহাম্মদ ইউসুফ আলী ফরেস্ট গার্ড (হাত, পায়ে আঘাত প্রাপ্ত) ও সুকেন্দ নাথ দাস, বাগান মালী ((হাত, পায়ে আঘাত প্রাপ্ত)।

এ ব্যাপারে কাকারা বন বিটের বিট কর্মকর্তা মোঃ আমির হোসেন, ফরেস্ট রেঞ্জারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কাকারা বনাঞ্চলে অবৈধভাবে ঢুকে বনের গাছ কেটে ফেলার খবর পেয়ে স্টাফরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে স্হানীয় এনাম মেম্বারের ছেলে মোঃ সাজ্জাদ (২৫),একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাকের মোঃ চর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আমানউল্লাহ প্রকাশ, গুড়া মিয়া (৪২),জসিম উদ্দিনের ছেলে মোঃ জিসান (২৮),মোঃ রশিদ আহমদের ছেলে মোঃ সোহেল (৩০) ও আব্দুল হাকিমের ছেলে মোঃ জাফর (৫৫) সহ আরো কয়েকজন বনদস্যুরা গাছ কাটায় বাঁধা দেওয়াতে হামলা চালিয়ে আমার ৫জন বনকর্মীদের গুরুতর আহত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইন মোতাবেক ও ফৌজদারি আইনে ব্যবস্হা গ্রহন চলমান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top