বিশেষ প্রতিবেদক:-
নজরুল ইসলাম (৪৭),পিতা: নছিম উদ্দিন, সাং :দত্তদরতা,শাহজাদপুর, সিরাজগঞ্জ এর সাথে
পুর্ব শত্রুতার জের ধরে জীবন নাশের জন্য ধাওয়া করে কিল ঘুশি মারে, সে দৌড়ায়ে বাঁচতে গিয়ে পরে যায় সেই মুহূর্তে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তৎক্ষণাৎ মৃত ঘোষণা করে। থানায় এজাহার দিলে রাতে লাশ ময়নাতদন্তর জন্য উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কিন্তু নজরুল ইসলাম এর পরিবার এর পক্ষ থেকে থানায় এখন ও মামলা নেয়নি।