মো: জহিরুল ইসলাম (পাশা) :-
কুমিল্লার হোমনা উপজেলার মহিলা লীগ নেত্রী জয়িতা পুরস্কার প্রাপ্ত হরিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবিকা মোসামৎ শিউলি আক্তার আলো প্রতি বছরের ন্যায় এবারও শীত বস্ত্র বিতরনের প্রস্ততি সম্পন্ন, খোঁজ নিয়ে জানাযায় শিউলী আক্তার আলো ব্যাক্তিগত অর্থায়নে পবিত্র ঈদুল আযহার সময় হোমনা পৌরসভাধীন ১,২,৩ নং ওয়ার্ডের অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে গোস্ত উপহার দিয়ে ছিলেন।
করোনা কালীন সময় দৈনিক কর্মজীবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে ছিলেন তিনি এমন কি করোনা কালীন সময় রোগীদের চিকিৎসার জন্য মাটির ব্যাংকে জমানো টাকা অক্সিজেন কেন জন্য দান করেছিলেন, বিভিন্ন সময় দেশের ক্লান্তিলগ্নে অসহায়দের পাশে দাড়ান তিঁনি রাজনৈতিক ভাবে ও তিনি পিছিয়ে নয় দলীয় সকল প্রোগ্রামে নারীদের নিয়ে উপস্থিত হন, বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করায় হোমনা উপজেলার সাধারন মানুষের কাছে মানবিক শিউলি আক্তার আলো নামেই পরিচিত।