মোঃ হেমায়েত হোসেন খান,কালকিনি ডাসার মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট গাপতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত বেপারী(১৮) একযুবক নিহত হয়েছে। এসময় অপর এক কিশোর সাহিন( ১৬)আহত হয়।
নিহত রিফাত বেপারী পূর্ব এনায়েতনগর ইউনিয়ন এর কালাই সরদারের চর মোঃ খোকন বেপারীর ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল ১০ঘটিকার সময় সমিতির হাট ও চৌরাস্তার মধ্যে গাপতলা নামক ব্রীজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগিয়ে দেয়। এসময়ে দুজনই মারাত্মক আহত হয় এবং এলাকা বাসীর সহযোগিতায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সের ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিফাত বেপারী কে মৃত ঘোষণা করেন।