মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসে দুই কৃষকের হাতাহাতিতে হরে কৃষ্ণ (৬০) নামে একজনে মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) সকাল ৯ টায় উপজেলার জগতপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হরে কৃষ্ণ ভাটিপাড়া এলাকার মৃত গোবিন্দর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত হরে কৃষ্ণ সোমবার সকালে তার বাড়ির সামনে নিজের ফসলি জমি ধান ক্ষেত থেকে ঘাস আনতে যায়, একই সময় ঐ ইউনিয়নের তালুক পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে মজিবও যায় ঘাস কাটতে এবং তাদের দুইজনের জমি পাশাপাশি। এসময় হরে কৃষ্ণ ঘাস কেটে দুই জমির মাঝ খানের আইল দিয়ে ঘাস আনতে গেলে মজিব তার ক্ষেতের ধান নষ্ট হয়েছে দাবী করে হরে কৃষ্ণকে প্রথমে গালাগালি করে পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এক পর্যায়ে মজিব এর হাতে থাকা ঘাস কাটার কাচির আচর লাগে হরে কৃষ্ণের বাম হাতের কব্জিতে। পরে হরে কৃষ্ণ এবিষয়টি এলাকার বিচারক ও মজিবের ভাইদের কাছে বিচার নালিশ করে বাড়ি ফেরারর পথে কফিল উদ্দিন মাস্টারের বাড়ির সামনে রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন স্থানীয়রা হরে কৃষ্ণের মাথায় পানি ঢালে এবং তার ছেলেদের খবর দিলে তারা এসে তারা বাবাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হরে কৃষ্ণকে মৃত ঘোষনা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।