রিপোর্টার, মোঃ মাজেদুল ইসলাম:-
ঢাকার আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকার ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান অভিযান পরিচালনা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১০শে ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘মহাসড়কের সার্ভিস লেনে ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল একটি প্রভাবশালী মহল। ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব অবৈধ দোকানপাটের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটায় যানজট লেগে থাকত।’
ওসি আরও বলেন, ‘যানচলাচল স্বাভাবিক রাখতে ও পথচারীদের হাঁটা-চলার সুবিধায় এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। আজকের অভিযান থেকে অন্তত দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা প্রত্যেকটি স্পটেই অভিযান চলবে।
এসময় ওসি সওগাতুল আলম জানান, স্থানীয়দের সহযোগিতা পেলে প্রত্যেকটি জায়গাতেই এ ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা সম্ভব হবে।