মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত- আশ্রব আলীর পুত্র
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জসু মিয়া (৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত নানান সমস্যায় ভোগছিলেন।
রবিবার(১৭ সেপ্টেম্বর))সকাল ১১ ঘটিকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৫নং সেক্টর সদর দপ্তর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা হকনগর স্মৃতি সৌধ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কে স্মৃতি সৌধ কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো:শাহীনুর রহমান, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) মো:বদরুল হাসান,এস আই সম্রাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক,দানেশ উদ্দিন ভুইয়া,আবু তাহের, ময়না মিয়া,কিতাব আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দগনসহ অনেকেই।