মোঃ ফিরোজ, বাউফল উপজেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর বাউফলে কেক কাটা, বৃক্ষরোপন ও দোয়া মিলাদ শেষে ৭৭ জন হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাউফল উপজেলা ও পৌর আওয়ামীলীগ এর কুন্ডপট্টি কার্যালয়ে এর আয়োজন করা হয়। ওই সময় জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ৭৭জন হাফেজকে ১হাজার করে টাকা ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫টি ইউনিয়নে ৭৭টি ও পৌর শহরের বিভিন্ন স্থানে ৭৭টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।