রামগঞ্জের এমপি ড.আনোয়ার খানের প্রচেষ্টায় একনেকে ৩০ কোটি টাকা অনুমোদন!!

MP.jpg

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ সদস্য ড.আনোয়ার খানের প্রচেষ্টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) রামগঞ্জের ৪৯টি সড়ক উন্নয়নের জন্য ৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন। ৪৮৮ কিলোমিটার সড়ক অনুমোদনের প্রক্রিয়াধিন রয়েছে। সড়কগুলির অনুমোদনকৃত চিঠি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান।
উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা যায়, রামগঞ্জে পাকা ও মাটির ৬শত কিলোমিটার (৩৫০টি) সড়ক রয়েছে। এর মধ্যে ৪শত কিলোমিটার (২৭৩টি) পাকা ও ২শত কিলোমিটার (৭৭টি) মাটির সড়ক রয়েছে। একনেকে জিএনপি-৩ প্রকল্প হতে ২৮ কিলোমিটার (২৬টি) ও আইআরডিপি-৩ প্রকল্প হতে ১৭ কিলোমিটার (২৩টি) সড়ক অনুমোদন হয়েছে।
উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান জানান, এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জরাজীর্ণ সড়কগুলি তালিকা তৈরী করে মন্ত্রনালয়ে পাঠিয়েছি। তিনি চেষ্টায় করায় একনেকে ৪৫ কিলোমিটার (৪৯টি) সড়কের অনুমোদন হয়েছে৷ অফিসিয়ালভাবে অনুমোদনের তালিকা পেয়েছি। এখন পর্যায়ক্রমে সড়কগুলি কাজ শেষ হবে এবং মানুষ এর সুফল পাবে।
এমপি স্থানীয় প্রতিনিধি সাবেক মেয়র বেলাল আহমেদ বলেন, এমপি মহোদয় রামগঞ্জের উন্নয়নের জন্য আন্তরিকতা কাজ করে যাচ্ছেন, বিগত ২ বছর করোনাকালিন সময় গিয়েছে। তবুও তিনি বার বার মহান জাতীয় সংসদে রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গিয়ে চেষ্টা করে ৪৯ টি রাস্তার অনুমোদন করিয়েছেন। ৪৮৮ কিলোমিটার রাস্তা অনুমোদনের প্রক্রিয়াধিন আছে।ওনি আগামী ২ বছরের মধ্যে রামগঞ্জকে একটি মডেল উপজেলায় হিসেবে রূপান্তর করার চেষ্টা করছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top