কক্সবাজারে র‍্যাবের হাতে আটক এক স্বর্ণ পাচারকারী : ১৯১ ভরি স্বর্ণ উদ্ধার। 

IMG-20220217-WA0004.jpg
মোঃ আজাদ,(কক্সবাজার) :
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকা থেকে ১৯১ ভরির বেশি স্বর্ণালংকারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে র‍্যাব।
উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা হবে বলে র‍্যাবের পক্ষ থেকে প্রাথমিক ধারণা করা হয়।
আটককৃত ব্যক্তির নাম,করম আলী প্রকাশ করিম (৩৭)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।
তথ্যমতে,বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত হয়ে মিয়ানমার থেকে স্বর্ণের বড় একটি চালান পাচারের সংবাদের ভিত্তিতে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে র‍্যাব।
একপর্যায়ে তল্লাশিচৌকির সামনে আসা এক ব্যক্তির গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা থামতে নির্দেশ দেন।
এ সময় আটককৃত ব্যক্তি পালানোর চেষ্টা করলেও র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে স্বক্ষম হয়।
এ সময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার শরীরে বিশেষ কৌশলে বহন করা অবস্থায় ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল ও ১৬টি আংটিসহ ১৯১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালংকার এবং মিয়ানমারের মোবাইল অপারেটর কোম্পানির ২টি এবং বাংলাদেশি ২ টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
র‍্যাব জানায়,আটককৃত ব্যক্তি স্বর্ণের চালানটি উখিয়ার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। এবং সীমান্তে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। যেখানে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় একটি চক্রও জড়িত।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top