টঙ্গীবাড়ীতে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

received_376211097971239.jpeg

জসিম উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের টংগীবাড়ি নানা আয়োজনে আনন্দোৎসব মুখর পরিবেশে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার ২৬ জুলাই সন্ধ্যা ৮টায় টঙ্গিবাড়ী বাজার রোড সংলগ্ন বাদল মিজি স্পেশালাইজড হাসপাতাল লিঃ এর দ্বিতীয় তলায় টংগিবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ লিটন মাহমুদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বাংলা টি‌ভির মাওয়া (মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি) মোঃ ‌মোস্তফার সঞ্চালনায় এসময় প্রধান অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন মুন্সীগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডঃ সোহানা তাহা‌মিনা, বি‌শেষ অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাছিমা আক্তার, অ্যাডভোেট আবুল হাসনাত সেন্টু, টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, বাদল মি‌জি স্পেশালাইজড হস‌পিটাল চেয়ারম‌্যান মো. বাদল মি‌জি, বাদল মি‌জি স্পেশালাইজড হস‌পিটালের এম‌ডি মো. র‌ফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লা‌বের সভাপ‌তি মোঃ কাজী বিপ্লব হাসান, মোঃ বাবু হালদার, ঢাকা পোষ্ট প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি এডঃ মো. ব,ম শা‌মিম, বাংলা টি‌ভির মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি মোঃ রু‌বেল মাদবর, আনন্দ টি‌ভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিক শেখ, দৈ‌নিক লাখোকণ্ঠের সিরাজ‌দিখান প্রতি‌নি‌ধি মো. আ‌রিফ হো‌সেন হা‌রিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।রাব্বি ম্যানেজার মটুকপুর কোল্ড স্টোর আলামিন খান বিশিষ্ট ব্যবসায়ী দিঘিরপার বাজার

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিন প্রতিদিন পত্রিকার মুন্সিগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি জসিম শেষ ও টঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top