স্টাফ রিপোর্টার:-
CRSD (Centre for Research and Social Development) এর উদ্যোগে আজ ১৩ জুন বেলা ১২ টায় রাজধানীর আগারগাঁও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস, CRSD এর নির্বাহী পরিচালক গবেষক রতন মজুমদার, পরিচালক (অর্থ) নাজমুল হুদা সজীব সহ অন্যান্য সদস্য বৃন্দ। এসময় CRSD নির্বাহী পরিচালক রতন মজুমদার বলেন আমাদের সকলেরই সমাজের প্রতি দ্বায় রয়েছে। সেই দ্বায় মোচনে আমাদের এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। একইসাথে তিনি উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তুলনামূলক পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সিআরএসডি বিশ্বাস করে শিশুরাই আমাদের সকল স্বপ্নের বাস্তব রুপ দিতে সক্ষম তাই শিশুদের অধিক গুরুত্ব দিতে হবে। মানবিক, সৃজনশীল ও বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে সিআরএসডি প্রতিজ্ঞাবদ্ধ।