বান্দরবান রুমা উপজেলা ধর্ষণের অভিযোগে এক যুবক আটক।

received_3969939303231635.jpeg

স্টাফ রিপোর্টার, ডেভিড সাহা ঃ
বান্দরবানের রুমা উপজেলায় ধর্ষণের অভিযোগে অংক্যসিং মার্মা( ৩৭) নামে এক যুবককে আটক করেছে রুমা থানার পুলিশ।
রোজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ২০২২ইং বিকাল বেলা রুমা উপজেলা রুমাচর এলাকা থেকে তাকে আটক করা হয় তাকে।

আটককৃত অংক্যসিংমার্মা( ৩৭) রুমা উপজেলার ২নম্বর সদর ইউপি’র রুমা চর নিচ পাড়া এলাকার প্রুথোইঅং মারমা’র ছেলে বলে জানাযায়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গত ১২ আগষ্ট বেলা ১ টায় রুমা চরনিচ পাড়া অংশৈপ্রু মার্মা খামারে কাজ করার সময় অভিযোগ কারীনিকে সেগুন বাগানে ডেকে
নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন।অভিযোগের প্রেক্ষিতে গতকাল ১ সেপ্টেম্বর বিকালে অভিযুক্তকে আটক করে রুমা থানার পুলিশ।

এবং রুমা উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মার্মা’র নিকটে মুঠোফোন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যেই কেউ অপরাধ করলে তাকে আইনের মাধ্যমে শাস্তির দাবি জানাচ্ছি।

এই বিষয়ে রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার কে জানান, উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে আটককৃতকে ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top