বৈদ্যের বাজার নেকবর আলী মুন্সী (এন,এ,এম)পাইলট উচ্চ বিদ্যালয়, স্থাপিত (১৯৫৭)খ্রিঃ হাড়িয়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

received_861589251826981.jpeg

মোঃ জাহাঙ্গীর শিকদারঃ স্টাফ রিপোর্টারঃ

(২০২৪) খ্রিঃ শিক্ষাবর্ষের জন্য ছাত্র-ছাত্রী ভর্তি বিভিন্ন শ্রেণির জন্য ফরম বিতরণ শুরু (১৫)নভেম্বর,(২০২৩) ইং (বৈশিষ্ট্য )

* প্রতি শাখায় শিক্ষার্থী শিক্ষক অনুপাত ঘরে (৫০:১) *সমৃদ্ধ পাঠাগার।

*অত্যাধুনিক ডিজিটাল কম্পিউটার ক্লাসরুম।

* ল্যাঙ্গুয়েজ ক্লাব

*পিছিয়ে পড়া শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি ফাউন্ডেশন কোর্স।

* সাপ্তাহিক ও পাক্ষিক মূল্যায়ন পরীক্ষা।

*নতুন শিক্ষাক্রমের যথাযথ বাস্তবায়ন।

* বিষয় ভিত্তিক শিক্ষক।
* ছেলে ও মেয়েদের আলাদা শিফট।

* গার্ডেনিং।

* সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা।

* উন্নত শিখন শেখানো পরিবেশ।

* মেধাবীদের জন্য বিশেষ ব্যবস্থ।

* মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাঃ যেমন, বিতর্ক, কুইজ, কবিতা, আবৃত্তি, হামদ-গজল, চিত্রাংকন, গান, ইত্যাদি।
* স্কুল ম্যাগাজিন কার্যক্রম।
* গার্লস গাইড- ইন স্কাউটিং
*মুক্ত -পাঠ
* শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা।

* নিয়মিত পিটি।
* কিশোর কিশোরী ক্লাব।
* খুদে ডাক্তারদের দ্বারা মানসিক স্বাস্থ্য পরীক্ষা।

* অভ্যন্তরীণ বিজ্ঞান মেলা।
* দেয়াল পত্রিকা।

সম্মানিত অভিভাবকগণ,
শুভেচ্ছা নিবেন বিষয়ভিত্তিক শিক্ষকমন্ডলী, কঠোর নিয়ম-কানুন, সকলের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে আমাদের বিদ্যালয়ের ফলাফল শতভাগ পাশ ও উন্নত শিক্ষা ব্যবস্থা। আমাদের বিদ্যালয়ের উন্নত শিখন শেখানো পরিবেশ নিশ্চিত করনও শিক্ষার মান উন্নয়ন বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top