বাকেরগঞ্জ প্রতিনিধি:-
সোমবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।
এসময় সরকারের অভাবনীয় উন্নয়ন আর্থসামাজিক অগ্রগতি ও সামগ্রিক সমৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্তমান সরকারের ঈর্ষণীয় সাফল্য গোটা দেশে ব্যাপক উন্নয়ন হলেও আমাদের বাকেরগঞ্জে কাঙ্ক্ষিত কিংবা সমান্তরাল উন্নয়ন হয়নি। দ্রুত টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির বিপুল সম্ভাবনার সকল উপাদান এই জনপদে বিরাজমান থাকা সত্ত্বেও বাকেরগঞ্জ অনেকটা পিছিয়ে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নদী তীরবর্তী অঞ্চল হিসাবে বড় বড় শিল্প কলকারখানা এখানে সহজেই গড়ে উঠতে পারতো। কিন্তু এসব বাস্তবায়নে দূরদর্শী পরিকল্পনা, সদিচ্ছা ও আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। এই যুবলীগ নেতা কর্মী ও জনবান্ধব আওয়ামী লীগ দলীয় এমপির মাধ্যমে বাকেরগঞ্জের বিদ্যমান দুর্দশা লাঘব হওয়ার আশা করেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও উল্লেখ করেন, সঙ্গত কারণেই আর্থসমাজিক অগ্রগতি, আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন থেকে এখানকার সাধারণ জনগণ বহুল অংশে পিছিয়ে আছে। তিনি আক্ষেপ করে বলেন, ঐতিহ্য সমৃদ্ধ বাকেরগঞ্জ একসময় জেলা ছিল। বাকেরগঞ্জের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন এখন সময়ের দাবি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনির মুন্সী, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরতিজা হাসান ফয়সাল, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল ইসলাম নোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সেলিম শিকদার, আওয়ামী লীগ নেতা মোঃ মনির আহমেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন সিকদার, বীর মুক্তিযোদ্ধা জলিল সিপাহী, রঙ্গশ্রী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান শামিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন হাওলাদার প্রমূখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বাকেরগঞ্জে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশার নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বাকেরগঞ্জ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।