কুমিল্লার তিতাসে দেড়’শ বস্তা চিনি জব্দ : আটক ৩

received_348942710916832.jpeg

মো: জহিরুল ইসলাম (পাশা) :-
কুমিল্লার তিতাস থানা পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় সাড়ে ৯ লাখ টাকার ১৫০ বস্তা চিনি জব্দ করা হয়েছে।
১৩ ই অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকার সময় উপজেলার গৌরীপুর-হোমনা মহা সড়কের কেশবপুর রাস্তা সংলগ্ন এলাকায় তিতাস থানার এস আই মাহমুদউল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর-হোমনা মহা সড়কের কেশবপুর এলাকায় চেক পোষ্টের মাধ্যমে তল্লাশি অভিযান চালানো হয়। হোমনার দিক থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-মেট্রো-ন ১৯-৬৬৩৫ পিকআপ গাড়িটি থামিয়ে তল্লাশি করার সময় গাড়িতে থাকা ১৫০ বস্তা চিনি পাওয়া যায় তখন গাড়ী চালক ও হেলপার -কে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন ক্রয় রিসিট দেখাতে পারেনি। পরবর্তীতে তারা স্বীকার করেন ভারত থেকে অবৈধভাবে আসা চিনি তারা ঢাকার সাভারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় পিকআপ গাড়ি, গাড়িতে থাকা ১৫০ বস্তা চিনি এবং গাড়ির চালক মাদারীপুরের থানতলী গ্রামের মতলব মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৪০), হেলপার ঢাকা সাভারের জামসিং জয়পাড়া রেডিও কলোনীর মো. খোকনের ছেলে মো. রাজু (১৯) এবং মানিকগঞ্জের সিংগাইর এলাকার বাবুলের ছেলে মো. শামীম (১৯) কে আটক করা হয়।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চিনিগুলো বাংলাদেশে আনা হয়েছে। চিনিগুলো বর্ডার ক্রস করে ফ্রেস, এস আলম, তীর ও ইগলু কোম্পানির চিনির বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিবস্তা ৫০ কেজি করে ৭হাজার ৫শ কেজি চিনি রয়েছে। বস্তা প্রতি ৬ হাজার ২শ ৫০ টাকা দরে যার বাজার মূল্য ৯ লাখ ৩৭ হাজার ৫শ টাকা।
প্রাথমিক ভাবে আমরা গাড়ি সহ চিনি জব্দ করি এবং ৩ জনকে আটক করি, মামলার প্রক্রিয়া চলমান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top