মোঃ সুমন মিয়া,জেলা প্রতিনিধি কিশোরগন্জ:-
কিশোরগন্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃতি সন্তান, বি-বাড়িয়া সদর হাসপাতালের উপ পরিচালক ডাঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ(৫২)আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৮ ফেব্রুয়ারী রবিবার দুপুরে কর্মস্থলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃতি সন্তান ও বি-বাড়িয়া সদর হাসপাতালের উপপরিচালক ছিলেন।
কর্মজীবনে তিনি কটিয়াদি, ইটনাসহ বিভিন্ন উপজেলায় ইউ এইচ & এফ পি ও হিসাবে, টাঙ্গাইল জেলার সিভিল সার্জন হিসাবে এবং কিশোর গন্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ & হাসপাতালের উপ পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
তাঁর এই অকাল মৃত্যুতে কিশোরগঞ্জস্থ কটিয়াদী সমিতি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মরহুমের জানাজা আগামীকাল তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।