বাগেরহাট —৪ আসনের সংসদ সদস্যের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়।

received_776338153548366.jpeg

মোঃ: কামরুল ইসলাম টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট–(৯৮) মোড়েলগঞ্জ শরণখোলা নির্বাচনী আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন ১৪/০৭/২০২২ ইংরেজি শরণ খোলার বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। শরণখোলার ৪ নং সাউথখালী ইউনিয়নের তাফাল বাড়ি বাজারে বিভিন্ন ব্যবসায়ী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাজার পার্শ্ববর্তী মন্দির পরিদর্শন করেন। শরণখোলা উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান পারভেজ অসুস্থ থাকায় তার বাসায় যান শারীরিক খোঁজখবর নেন অন্যান্য সাধারণ মানুষের কুশল বিনিময় করেন। তাফাল বাড়ি বাজারের আওয়ামী লীগ কর্মী সৌদি অবস্থানরত ফিরোজ হাওলাদারের ছেলের বিয়ের অনুষ্ঠানের মিষ্টি গ্রহণ করেন তাফাল বাড়ি বাজারের আলোচিত বাসের পোলের ব্যাপারে আশ্বাস দেন ব্রিজ হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top