নবগঠিত ডাসার উপজেলায় প্রথম নির্বাহী অফিসার হিসেবে সারমীন ইয়াছমীনের যোগদান।

received_776329490071352.jpeg

ডাসার (মাদারীপুর)প্রতিনিধি,মোঃ হেমায়েত হোসেন খান:
মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় প্রথম নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন সারমীন ইয়াছমীন।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানায় বিভিন্ন সংগঠন।
জানাযায়, মাদারীপুরের ডাসারের কৃতিসন্তান সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন দীর্ঘ কয়েক বছরের লালিত স্বপ্ন,কঠোর ও অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে গত ২৬ জুন ২০২১ ইং তারিখে ডাসার থানা’ ডাসার উপজেলা হিসেবে ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর সেই দিনটি ছিল ডাসারবাসীর স্মরনীয় দিন। আজ ১৪ ই জুলাই রোজ বৃহস্পতিবার ডাসারবাসীর আর একটি স্মরনীয় দিন। আজ দুপুরে নবগঠিত ডাসার উপজেলায় প্রথম নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন সারমীন ইয়াছমীন।
পরে সদ্য যোগদানকৃত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান,সরকারি শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজ,ডি,কে আইডিয়াল আতাহার আলী কলেজ,শশিকর কলেজ,শিক্ষক সমিতি,আ’লীগ ও সহযোগী সংগঠন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা,কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।
সদ্য যোগদানকৃত ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, চিরস্মরণীয় হয়ে থাকবে ডাসার বাসীর কথা,যে ভাবে আমাকে বরন করছেন।আমার মায়ামমতা,কর্মদক্ষতা, সবকিছু দিয়ে আমি ডাসারকে সুন্দর ও আরো উন্নত করব। আজকে আসতে আসতে আমার জেলা প্রশাসক স্যার নতুন উপজেলা হিসেবে অনেক পরামর্শ দিয়েছেন। আমি আসা করি আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ভালো কিছু দিতে পারব। আমি এর আগে ঢাকায় কর্মরত ছিলাম।ইউএনও হিসেবে ডাসারে প্রথম। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top