স্টাফ রিপোর্টার:
নেলসন ম্যান্ডেলা গোল্ডেন পিস- ২০২৪ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সাংবাদিক ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর শিউলী আক্তার রোজা। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সাউথ এশিয়ান অগ্রগামী মিডিয়া ভিশন আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিউলী রোজার তৈরি শিশু শ্রম নিয়ে দেশটিভির প্রতিবেদনকে সেরা হিসেবে মনোনীত করে তাকে নেলসন ম্যান্ডেলা গোল্ডেন পিস-২০২৪ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।
পুরস্কার গ্রহণকালে শিউলী রোজা বলেন, “আমার এই প্রতিবেদনে সমাজে শিশুশ্রমের নির্মম বাস্তবতা তুলে ধরেছি। দারিদ্র্যের কারণে অনেক শিশু শ্রমে নিযুক্ত হচ্ছে, পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আজকের শিশুরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। কিন্তু যদি তাদের একটি বড় অংশ শিশুশ্রমে যুক্ত থাকে, তাহলে ভবিষ্যতের নেতৃত্ব দেবে কারা? এখনই সময় শিশুশ্রমের বিরুদ্ধে একত্রিতভাবে দাঁড়ানোর। এই সমস্যা সমাধানে সরকারের একার পক্ষে সম্ভব নয়, সাধারণ মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন। কেবল তখনই আমরা শিশুশ্রমের অবসান ঘটাতে সক্ষম হব।”