মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক প্রদান। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩মার্চ)সকাল ১০টার সময় শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রধান অতিথি হয়ে ও সার্বিক ব্যাবস্থাপনার মাধ্যমে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশের কৃতি সন্তান, যাদের সর্বত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখন্ড পেয়েছি বীরমুক্তিযোদ্ধা ও ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সালাম,বীরমুক্তিযোদ্ধা আলী আশ্রাফ, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,মুক্তিযোদ্ধা মোঃআবুবক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা মোঃমোসলেম খান, মুক্তিযোদ্ধা আঃ হক, ইউনিয়ন আঃলীগ নেতা কর্মী, সকল ইউপি সদস্য সহ উদ্যোক্তা তানজিলা প্রমূখ।