মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-
সুনামগঞ্জের ছাতক বাউবির উপ আঞ্চলিক অফিস কার্যালয়ে প্রতি বছরের ন্যায় এবছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সারা দেশব্যাপী ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান টি পালিত হয়েছে।
সোমবার ৩১ অক্টোবর সকালে ছাতক পৌরশহরের বাউবির উপ আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ আব্বাছ উদ্দিনের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সকাল ১০ টা ২০ মিনিটে সাড়াদেশ ব্যাপী এক সাথে পায়রা উউিয়ে দেওয়া হয়েছে। এবং সারাদেশে উপ আঞ্চলিক কেন্দ্র গুলোতে এক সাথে কেক কাটার মধ্যো দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়েছে।এসময় অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মোঃ আব্বাস উদ্দিন বলেন শিক্ষা জাতির মেরুদন্ড, আমরা ছাতক উপআঞ্চলিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের দায়িত্বে আছি। প্রতিটা ঘরে ঘরে নিরক্ষর থেকে শিক্ষা বিস্তার লাভ করতে পারে সেই লক্ষে সততার সহিত কাজ করছি।তিনি আরো বলেন শিক্ষার দিকে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আপনারা আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ঝরে পড়া ছেলে-মেয়েদের কে ভর্তি করিয়ে সহযোগিতা করিবেন।
এসময় সাথে ছিলেন সাংবাদিক মোঃ আবু বকর,
মোঃ জে আলম, তৌহিদুল ইসলাম, মুবিন, নওশাদ ইসলাম নিজু, মোঃ ইব্রাহিম, হাবিবা আক্তার, আব্দুল খালেক, ইমন, অফিসের স্টাফ গোলাম কিবরিয়া সহ প্রমুখ।