মোঃ ফিরোজ,বাউফল প্রতিনিধি:
বাংলা নিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকসিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮)জুন বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যপক আমিরুল ইসলাম আরও বক্তব্য রাখেন মোঃ কামরুজ্জামান বাচ্চু, এবিএম মিজানুর রহমান, দোলোয়ার হোসেন ও আসাদুজ্জামান সোহাগ প্রমূখ ।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবং চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।