ইয়াছিন আরাফাত,রায়পুরে উপজেলা প্রতিনিধি:-
লক্ষীপুর সদর উপজেলার ৩ নং ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর (আবিল সর্দার বাড়ির) বাসিন্দা (মোহাম্মদ বাবুল) এর বাস গৃহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরিস্থিতি অনুকূলে না আসায় তৎক্ষনে ফায়ার সার্ভিস ডাকা হয়, তারা এসে পরবর্তীতে পরিস্থিতি অনুকূলে আনে।
জনাব বাবুল এর থেকে জানা যায় আনুমানিক রাত ৭:৩০ এর সময় অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে, সে আরও বলেন তার কাছে অগ্নি কাণ্ডের বেপারটা স্বাভাবিক মনে হচ্ছে না,
তার কথা মতে, কেউ তার সাথে শত্রুতা করে এই অগ্নি কাণ্ডো ঘটিয়েছে।
এ বিষয়ে তাদের প্রতিবেশি( মোহাম্মদ ফয়েজ) এর কাছ থেকে জানা যায় যে অগ্নি কাণ্ডটি কেউ ঘটায়নি, এটি পাসে থাকা রান্নাঘর এর চুলা থেকে কোন ভাবে ঘটেছে।
এ বিষয়ে জনাব বাবুল এর মেয়ে বলেন চুলা থেকে নয় আগুন কেউ লাগিয়েছে, কার আগুন এর সুত্র পাত যেই স্থান থেকে হয় ঔ স্থানে চুলা ছিল না, তাই তারা বলেন আগুন কেউ শত্রুতা করে লাগিয়েছে।