মোঃ রুবেল মৃধা, পটুয়াখালী উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়নের তাফাল বাড়িয়া গ্রামের বিটি এম বাজারের পাশে জাকির সরদারের একটি পুকুরে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেদ ধরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জাকির সরদারের পরিবারের ভাষ্যমতে গতকাল রাতে একই বাড়ির মোঃ মনোয়ার সরদার শাহীন সরদার পিতা বারেক সরদার মোহাম্মদ বশির সরদার পিতা আব্দুল হাই সরদার ফারুক সরদার পিতা আমজেদ সরদার সহ আরো কয়েকজন মিলে এ জঘন্য কাজ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জাকির সরদারের পরিবার। ভুক্তভোগী পরিবার আরো অভিযোগ করেন এর আগে গত রবিবার দিন বাড়ির পাশে একটি মাছের ঘের কেটে দিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জাকির সরদার থানায় একটি লিখিত ডাইরি করেন।