নিজস্ব প্রতিবেদক :
Before Dawn- ম্যাক্স মাজেদের প্রথম অ্যালবাম। অ্যালবামে সর্বোমোট ১২ টি গান রয়েছে। অ্যালবাম এর নামকরণ করেছে নাভিদ। সুর ও গান করেছে মাজেদ নিজেই। গানের কথা লিখেছেন মাজেদ এবং নাভিদ। Hiraeth লিখেছেন মাজের বান্ধবী নাজিয়া জাহান লিখেছেন। অ্যালবাম এর মিক্স করেছেন নাহিদ এবং অনিক। নাহিদ এর সাথে মাজেদ একটি গান ফিচার করেছে। গানটি মেলোডিক বেজমেন্ট থেকে রিলিজ পেয়েছে। গানের নাম- you. অ্যালবাম টি তে বাংলা এবং ইংলিশ দুই ভাষায়ই গান রয়েছে। অ্যালবামটিতে পরীক্ষামূলক গান রয়েছে কিছু ,সাথে চিল ভাইবস এবং ইলেক্ট্রো পপ গান পাবেন।
‘বাবা তুমি কোথায়’ গান কি বাবা দিবসে মুক্তি পেয়েছিলো গত বছর। গানটি মাজেদের দুইটি বন্ধুর বাবা হারানোর জীবনের কাহিনী। মাজেদ সেখান থেকে উৎসাহ পেয়ে গান টি লিখছেন এবং সুর করেছেন।
আয়না এবং কল্পলোকে গান টি মাজেদের নিজের জীবনের কিসু মুহূর্তকে কে কেন্দ্র করে লিখেন এন্ড Somebody গান তা নিজেকে ডেডিকেট করেন।
অ্যালবাম এ ভালোবাসা এবং বিচ্ছেদের গান রয়েছে। তিনি নিজের জীবন এবং তার আশেপাশে বন্ধুদের জীবন থেকে ইনস্পিরেশন পেয়ে গান লিখেন। নির্দিষ্ট কিছু ঘটে যাওয়া ঘটনা কে কল্পনার ছন্দে উপস্থাপন করেন। অ্যালবামটি সব গুলা অডিও প্ল্যাটফর্মে পাবেন।
মাজেদ তার গান গুলো নিজের হোম ষ্টুডিও তে সংকলন করেছেন। তিনি গিটার এবং পিয়ানো বাজাতে পারেন। আর নিজের গান নিজেই সুর করেন।