ইয়াছিন আরাফাত:-
রায়পুর উপজেলা, রাখালিয়া বাজার সংলগ্ন রাখালিয়া উচ্চ বিদ্যালয় এর পুকুরে পেলা হয় পলিথিন জাতীয় বর্জ যা দূষিত করছে পানি, এক কথায় ব্যবহার এর অযোগ্য।
রাখালিয়া স্কুল কমিটি (মিজান) নামে এক মৎস্য ব্যবসায়ির নিকট পুকুরটি বন্দক প্রদান করে।
পরবর্তীতে মিজান মাছ চাষাবাদ করেন, কয়েক দিন যাওয়ার পর মিজান দেখতে পায় তার মাছ গুলো মারা যাচ্ছে এবং পানিও নোংরা হয়ে গেছে, তাই সে স্কুল কমিটিকে জানায়।
পরে স্কুল কমিটি এবং বাজার কমিটির যোথ্য উদ্যোগ এ পুকুর থেকে পানি কমানো হয়
এবং ময়লা নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়