রিপোর্টার, মোঃ আল আমিন :-
সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধা-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় আধা ঘণ্টা সময়ে লাগে । তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের দেড় ঘণ্টার মতো সময় লেগেছে।
সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। গোডাউন মালিক জানিয়েছে গোডাউনটি তালাবদ্ধ ছিল। যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখনো কাজ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।