হুমা কুরেশি উপন্যাস লিখছেন

Screenshot_20230916_142002.jpg

দিন প্রতিদিন ডেস্ক :

অভিনয়ের পর লেখিকা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। এবার উপন্যাস লেখার পরিকল্পনা অভিনেত্রীর। সম্প্রতি এমনটাই জানালেন হুমা।
অভিনয়ে এক দশক পূর্ণ করার পর এবার হাতে কলম ধরলেন হুমা।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ভক্তদের নিজের উপন্যাস সম্পর্কে জানান তিনি। খুবই আকর্ষণীয় একটি কাহিনী নিয়ে উপন্যাস লেখার পরিকল্পনা করেছেন অভিনেত্রী। তার উপন্যাসটির সম্ভাব্য নাম ‘জিবা: দ্য অ্যাক্সিডেন্টাল সুপারহিরো।’সামাজিক মাধ্যমে হুমা লিখেছেন, ‘শেষ পর্যন্ত ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ল।গত দুই বছর ধরে পরিকল্পনা করেছি। আমার কাছের মানুষরা এর মর্ম জানেন।’উপন্যাসের বিষয় এবং কাহিনীর প্রসঙ্গে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত অভিনেত্রী জানান, “আমার প্রথম উপন্যাসে একজন লড়াকু, প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন নারীর সুপারহিরো হয়ে ওঠার কথা বলতে চেয়েছি। তারই সঙ্গে রয়েছে একাধিক চমক।
জানা যায়, বইটি আগামী ডিসেম্বর মাসে প্রকাশ পাবে।
দিল্লি থেকে মুম্বাইয়ে এসে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন হুমা। অনেকে ধারণা করছে তার নতুন উপন্যাসের কাহিনীটি অভিনেত্রীর নিজের জীবনের। সম্প্রতি তার অভিনীত চলচ্চিত্র ‘তরলা’ মুক্তি পেয়েছে। এটি রন্ধনশিল্পী তরলা দালালের বায়োপিক।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top