মাহাবুব রহমান, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া :
কাদৈর শৃঙ্গলা থেকে বলদাচকের হয়ে শ্যামগ্রাম খাল পুনঃ খনন উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্ধোধন করেন জনাব মোঃ এবাদুল করিম বুলবুল এম. পি নবীনগর -৫ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীগের নেতা কর্মীরা জনাব মাইনুল সিকদার,সুহেল রানা,সাইফুল ইসলাম, ইমরান হোসেন,রহমান মেম্বার, আবু-মুছা মেম্বার, আওয়াল মেম্বার, জুয়েল মেম্বার, খুরশিদ মেম্বার, মোঃ হান্নান সরকার,করিম মেম্বার, মোঃ সুমন রানা, বাবু আহম্মেদ,মোঃ মাছুদ রানা,শফিক মিয়া, জালাল মিয়া, মোঃসেলিম মিয়া উক্ত অনুষ্ঠানে এবাদুল করিম বুলবুল এম. পি বলেন উন্নয়নের ধারাকে আব্যহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও দরকার বলে ব্যাক্ত করেন।