মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জ জেলায় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়, দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয়, পরে র্যালিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে সুপার মার্কেট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
পরে দলের স্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা জাতিয় যুব সংহিত সভাপিত মোঃ মোনায়েম হোসেন ভূঁইয়া, সভাপতির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা রাখেন ,
জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলার সাবেক সাধারন সম্পাদক ,জাতীয় মহিলা পাটি কেন্দ্রীয় কমির্টির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টি সভানেত্রী কাকলী আক্তার কাকন, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টি (সাবেক)সাংগঠনিক সম্পাদক এ.এফ.এম আরিফউজ্জামান (দিদার),
মিরকাদিম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন রাহাত, টংগিবাড়ী উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ আব্দুল হাকিম খান,গজারিয়া উপজেলার জাতীয় পাটির সভাপতি মুহা. হান্নান খান ,সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ তাজুল ইসলাম ,মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সেলিম, লৌহজং উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মহসিন হাওলাদার, গাজারিয়া উপজেলার জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃশামিম ফরাজী
,মুন্সীগঞ্জ জেলা কৃষক পার্টির আহবায়ক মোঃনুর হোসেন ,মুন্সীগঞ্জ সদর উপজেলার জাতীয় যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম নাঈম ,মুন্সীগঞ্জ জাতীয় মহিলার পার্টির নেত্রী হাসিনা বেগম ,জাতীয় পাটি মুন্সীগঞ্জ প্রচার সম্পাদক এ ,টি, এম মোঃবজলুর রহমান অরুন প্রমূখ ।