ডিআরইউ নির্বাচন: সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল।

received_1318688192597743.jpeg

রিদওয়ানুল হক,স্টাফ রিপোর্টার :

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। এদের মধ্যে সালেহ পেয়েছেন ৮০১ এবং সোহেল পেয়েছেন ৫৪৫ ভোট।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

অন্য নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মো. মজিবর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল হক খান ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
কল্যাণ সম্পাদক রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
কার্যনির্বাহী সদস্য
১। মোহাম্মদ জুনায়েদ হোসেন (জুনায়েদ শিশির) (নির্বাচিত)
২। আকতারুজ্জামান (নির্বাচিত)
৩। মোঃ বোরহান উদ্দিন (নির্বাচিত)
৪। আমিনুল হক ভূঁইয়া (নির্বাচিত)
৫। মোঃ ফারুক আলম (নির্বাচিত)
৬। সুমন চৌধুরী ( নির্বাচিত)
৭। মোহাম্মদ সেলিম উল্লাহ (এস ইউ সেলিম) (নির্বাচিত)

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top