সুমন কান্তি দাশ, ষ্টাফ রিপোর্টার:
হিন্দু ধর্মের বাৎসরিক বৃহত্তম ধর্মীয় উৎসব আনন্দঘন আরম্বর পূর্নভাবে পালনের জন্য সব প্রস্তুুতি সম্পুর্ন করেছে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ। সরকার প্রতিটি পূজা মন্ডবের জন্য অনুদানের ব্যাবস্হা করেছে,চকরিয়া উপজেলা প্রশাসন পূজা শান্তিপুর্ন ভাবে পালনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করেছে।পুজামন্ডপে নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামরার ব্যবস্হার করেছে,অন্তত ৭টি পুজা মন্ডপে সিসি টিভি ক্যামরার ব্যবস্হা থাকবে বলে প্রশাসন ও পুজা উদযাপন পরিষদ সুত্রে জানা গেছে। জানা গেছে প্রতিটি পুজা মন্ডপে পুলিশ, আনসারের ব্যবস্হা করা হবে, এছাড়া বিজিবি,রেবের মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্হা নেওয়া হচ্ছে। মার্কেটগুলোত ভীড় লক্ষ্য করা যাচ্ছে,হিন্দু সম্প্রদায়ের নারী,পুরুষ পুজা উদযাপনের জন্য নতুন পোষাক ক্রয় করছে।এই বিষয়ে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবু তপন কান্তি দাশ জাতীয় দৈনিক দিন প্রতিদিনকে জানায় এইবার চকরিয়া উপজেলায় ৪৮টি প্রতিমা পুজা,৪৩ টি ঘটপুজার মাধ্যমে পুজা উদযাপিত হবে, তিনি আর ও জানান পুজা শান্তিপুর্ন ভাবে উদযাপনের প্রশাসনের সহযোগীতায় পুজার সার্বিক প্রস্তুুতি সম্পুর্ন করেছে।