সিএমপি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহার কঠোর হুঁশিয়ারি।

received_643068144003128.jpeg

মোঃফেরদাউস আলম অপু:
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঢাকায় পরিবহনের সময় তামজীদ কার্গো সার্ভিস এর কাভার্ডভ্যান( চট্ট মেট্রো ট ১১-৮৪৪৫) থেকে দুস্কৃতিকারী কৌশলে গাড়ির তালা ভেঙ্গে ৩ কার্টুন এসি পার্টস চুরি করে । গত ০৮ জুন চট্টগ্রাম বন্দর হতে পণ্য লোড করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলে বন্দর থানাধিন এলাকায় চলন্ত কাভার্ডভ্যানের তালা ভেঙ্গে ৩ কার্টুন এসি পার্টস চুরি করে । যার প্রেক্ষিতে তামজীদ কার্গো সার্ভিস এর স্বত্বাধিকারী মনির হোসেন মৌখিক ভাবে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি কার্যালয়ে অভিযোগ জানায় । অভিযোগের প্রেক্ষিতে গতকাল ০৯ ই জুন রাত ৮ ঘটিকায় আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি লতিফ আহম্মেদ, সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ, সহ-সভাপতি এম কিবরিয়া দোভাষ, যুগ্ম সম্পাদক মোঃ আরিফুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শামসুজ্জামান সুমন, কার্যকরী সদস্য জাফর আহম্মদ ভুইয়া, সহযোগী সদস্য মোঃ শাহাদাত হোসেন জুয়েল । অত্র সংগঠনের সদস্য জনাব মাহবুব , আব্দুল ওহাব .শিবির আহমেদ ওসমান. আমিরুল ইসলাম সুমন.জাফর পাটোয়ারী. বেলায়েত হোসেন ইমন. মোঃ জনি
মোঃ আরাফাত হোসেন.মনিরুল ইসলাম. মোহাম্মদ দিদার .কামাল পাশা মিজানুর রহমান,মোঃ সোহাগ মোহাম্মদ. মোহাম্মদ রুবেল .মো ইয়াকুব .মোহাম্মদ খোরশেদ
মোহাম্মদ করিম. মোঃ আবু মোহাম্মদ লিটন . আশিস বাবু। মোঃ কুতব. মোঃ শহীদ।
বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন এর চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উপস্থিত নেতৃবৃন্দ মোঃ আলাউদ্দিন ফারুক। ইয়ার মোহাম্মদ। আব্দুস সালাম,মোঃ ইলিয়াস, মোঃ হাসান, বখতিয়ার আলম প্রিন্স,সাহাদাত হোসেন, সাবেক নেতা আলম, মাহাফুজুর রহমান মিয়া আরো উপস্থিত ছিলেন। মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ শ্রমিক বিন্দুসহ অত্র সংগঠনের সাধারণ সদস্যণের সমন্বয়ে বন্দর থানার উক্ত চুরির ব্যাপারে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা,আশ্বস্ব করেন চুরির সাথে জড়িত ব্যক্তিদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করিবেন। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের চুরি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করিবেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top