রিপোর্ট,সুমন কান্তি দাশ স্টাফ রিপোর্টার:-
কক্সবাজারের চকরিয়ায় বরইতলী মছনিয়া কাটা বনৌজা সড়ক এলাকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফেরদৌসি আক্তার (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামীসহ আহত হয়েছেন তিনজন।শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার চকরিয়া উপজেলার বানৌজা শেখ হাসিনা সড়কের বরইতলি ইউনিয়নের মছনিয়া কাটা এলাকা এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, নিহত ফেরদৌসি (৪৫) ও আহতদের বাড়ি হারবাং ইউনিয়নের নুনাছড়ি এলাকায়। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মধ্যে রোকন উদ্দিনের (৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন- মো: সামি (৮) ও আছিয়া বেগম (৩৭)।
হারবাং পুলিশ ফাঁড়ির (এসআই) শামিম আল মামুন জানান, দুপুরে বরইতলি নতুন রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বাঁশখালী যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যায় এক নারী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্যআইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।